আবু হেনা তিমুর ছড়া: গাঁয়ের অখ্যাতি



তোমাদের এই গ্রামে নেই ভাল চা,
লাল চায়ে নুন দেয় গুলায় যে গা।
নুন ছাড়া চা হয় না—তোমাদের আইন,
এটা কোনো চা, না কি গরম স্যালাইন?
দুধ চায়ে দেয় তারা ভাতেরই ফ্যান,
দুধ চা না বলে ফ্যান-চা বল না ক্যান?
লিকার হালকা কেন—জিগাইলে কেউ
চা দোকানী তেড়ে আসে করে ঘেউ ঘেউ।
টাকা দিয়ে চা খামু, যেমনটা চাই
তেমন দিবা না কেন শালীর জামাই?
তোমাদের ভাত নাই, পাতিল ডাগর—
কোন দুঃখে নাম দিছ বাংলানগর?

ছড়াকারঃ
আবু হেনা তিমু
অডিওভিজুয়াল এক্সপার্ট
অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি এমপাওয়ারমেন্ট

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যুদ্ধ নয় শান্তি চাই, শিশুর বাসযোগ্য পৃথিবী চাই

বৃত্তি পরীক্ষা ও শিশুর অধিকার: বৈষম্যের বিপরীতে যুক্তির ভাষা

বাংলা ছড়া : তানজিলা কাওছার