বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা: জাতির পিতা


দেখিনি তোমাকে আমি
শুনেছি তোমার কথা
হে জাতির পিতা।

তুমি ছিলে বাংলার
কোটি কোটি মানুষের
রক্তে রাঙানো তাজা ফুল,
তুমি ছিলে ছেলে হারা
স্বজন হারা হাজারো মায়ের কান্না
তাদের ছিল না কোনো কোল।

বহুদিন থেকে রক্ত বিলিয়ে
ছিনিয়ে আনলে তুমি,
মহান স্বাধীনতা
হে জাতির পিতা।

অনন্যা রানী দাস
৬ষ্ঠ শ্রেণি 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যুদ্ধ নয় শান্তি চাই, শিশুর বাসযোগ্য পৃথিবী চাই

বৃত্তি পরীক্ষা ও শিশুর অধিকার: বৈষম্যের বিপরীতে যুক্তির ভাষা

বাংলা ছড়া : তানজিলা কাওছার