ফজলুল হক মিলনের ছড়াঃ বাবা বিশাল ছাতা


ফুলের সাথে ভাব আছে খুব ফুল যে আমার প্রিয়, 
তোকে দিলাম ফাইজা সোনা লাল টুকটুক জবা,
বর্ষাকালে কদম ফুলের সুঘ্রাণ তুমি নিও
সাওয়াদ সোনা বড় হলে, হবে আলোর প্রভা। 

ঢোলকলমী, শাপলা শালুক, বেলী বকুল জুঁই 
অলস দুপুর, ক্লান্ত বিকেল সব নিয়ে নিস তোরা 
নক্সীকাথায় ছবি আঁকা, রঙিন সূতো, সুই, 
সবই তোদের, আমার জন্য শুধুই টাট্টু ঘোড়া।

তোদের লাগি খোলা আকাশ, তোদের উড়ার পাখি,
ও বাছাধন অবাক হলি, বাবা বিশাল ছাতা,
বৃষ্টিভেজা মেঘলা দিনে বই গুছিয়ে রাখি
আমি বলি তোরাই আমার নতুন ছড়ার পাতা।

ফজলুল হক মিলন
(বিশিষ্ট ছড়াকার , সাংবাদিক, কবি)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যুদ্ধ নয় শান্তি চাই, শিশুর বাসযোগ্য পৃথিবী চাই

বৃত্তি পরীক্ষা ও শিশুর অধিকার: বৈষম্যের বিপরীতে যুক্তির ভাষা

বাংলা ছড়া : তানজিলা কাওছার