বাংলা কবিতা: ইতিহাসের বাংলাদেশ

 ফিজা ওমেরা

স্বাধীনতার সুপ্ত বীজ
প্রতিক্ষিত ৪৭।
দ্বি-জাতি তত্ত্বে গঠিত ভারত ও পাক,
দিয়ে গেল সাম্প্রদায়িক চেতনার ছাপ।

ঠিক তখনই পেলো বাঙালি,
পূর্ব পাকিস্তান নামক ভূখন্ড।
কিন্তু কে জানিত পাকিদের ষড়যন্ত্র?

তবু সব মেনে নিয়ে করিল বাঙালি সংযম।
পাকরা তাও ছিনিতে চাহিল মোদের বচন।
রাজপথ রাঙিল কত তাজা প্রাণে,
বায়ান্ন'র ময়দানে।

"সেই অনুপ্রেরণায়,
যদি না হতো ৫৪, ৫৬
না হতো ৬২, ৬৯
তাহলে পেতামনা হয়তো,
হৃদয়ের ৭১।

যদি না পেতাম প্রানের মুজিব,
না পেতাম ৭ই মার্চ
তাহলে কি থাকত আমার,
প্রানের স্বাধীনতা আজ।

স্বাধীন দেশে স্বাধীন অষায়,
গল্প করি কত।
পদ্মা সেতু, মেট্রোরেলে,
ঘুরি ইচ্ছেমত।

কর্ণফুলি টানেল দিয়ে
নদীর নিচে ঘুরি।
বঙ্গবন্ধু স্যার্টলাইটে,
আকাশেতে উড়ি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যুদ্ধ নয় শান্তি চাই, শিশুর বাসযোগ্য পৃথিবী চাই

বৃত্তি পরীক্ষা ও শিশুর অধিকার: বৈষম্যের বিপরীতে যুক্তির ভাষা

বাংলা ছড়া : তানজিলা কাওছার